সাতক্ষীরা: সাতক্ষীরায় কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান ওরফে খোকন (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের সিটি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওরফে খোকন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, হাবিবুর রহমান ওরফে খোকন শহরের আসার জন্য পরিবহনের অপেক্ষায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের সিটি কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় সাতক্ষীরাগামী কাঠ বোঝাই দ্রুতগতির একটি ইঞ্জিন ভ্যান তাকে চাপা দেয়। এতে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, স্থানীয় জনতা কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এনটি