ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুঞ্জনগর বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে।
বুধবার (২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় ও ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান বাংলানিউজকে জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
কুঞ্জনগর বাজার কমিটির সভাপতি আলম বেপারী বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি ততক্ষণে বাজারের ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বাজারের শ্যামলের লন্ডির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এনটি