ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০২২
পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানেরকে মারধর ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুরের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (০২ মার্চ) সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন
ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকটে
হাকিম হাওলাদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চণ্ডি চরণ পাল, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট ড. মোস্তফা কামাল, জেলা বার কাউন্সিলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিলিপ
কুমার মাঝি প্রমুখ।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।