ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিষ দিয়ে ২১ পাতি সরালি হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২, ২০২২
নীলফামারীতে বিষ দিয়ে ২১ পাতি সরালি হত্যা

নীলফামারী: নীলফামারী জেলা সদরের ব্যাংমারিপাড়ায় জমিতে বিষটোপ দিয়ে ২১টি পাখি হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে থানায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের ফরেষ্টার মো. আশরাফুল ইসলামের এ অভিযোগ করেন।

দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি জেলা সদরের চওড়া বিল নামক স্থানে বিষটোপ দিয়ে ২১টি পাতি সরালি হত্যা করা হয়। সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ব্যাংমারি এলাকার কৃষক দোমাসু (৪৪) ওই পাখিগুলো অসৎ ও হীন উদ্দেশ্যে হত্যা করেন। যা বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থী।

সত্যতা যাচাইয়ে অভিযোগ দায়ের করতে সময় লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে কর্তৃপক্ষের নজরে আসে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।