রাজশাহী: জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজশাহীতে ছবি তুলেই স্মার্ট এনআইডি কার্ড পেয়েছেন ২০০ তরুণ ভোটার।
বুধবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস।
এর আওতায় ২০০ জন তরুণকে (১৮ বছরের ঊর্ধ্বে) তাৎক্ষণিকভাবেই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, তাদের ২০০ জনকে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়। এছাড়া বিশেষ সেবার আওতায় নাম, ঠিকানা, পরিচয় সংশোধন, ছবি পরিবর্তন, পুরনোদের স্মার্ট কার্ড দেওয়াসহ বিভিন্ন সেবা দিচ্ছে।
নির্বাচন কমিশনের রাজশাহী আঞ্চলিক সার্ভার থেকে এইসব সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে।
এবার জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল পৌনে ১১টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ভোটার দিবসের কর্মসূচির উদ্বোধন করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্র, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) আব্দুল মজিদ, রাজশাহী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসএস/কেএআর