ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে কলেজছাত্রের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০২২
কালিয়াকৈরে কলেজছাত্রের মরদেহ ইমন

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকা থেকে ইমন (২৩) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (০২ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 ইমন একই উপজেলার নয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি স্থানীয় মিছির আলী কলেজের শিক্ষার্থী ছিলেন।  

এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০১ মার্চ) জয়দেবপুর চৌরাস্তা এলাকায় দাওয়া খেতে যান ইমন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরেনি। বুধবার সকালে কালিয়াকৈর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মাঠে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানায় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।