গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকা থেকে ইমন (২৩) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০২ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০১ মার্চ) জয়দেবপুর চৌরাস্তা এলাকায় দাওয়া খেতে যান ইমন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরেনি। বুধবার সকালে কালিয়াকৈর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মাঠে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানায় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
আরএস/এসআরএস