সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বাসাবাড়িতে নেওয়া গ্যাসের প্রায় ৫শ’ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বুধবার (২ মার্চ) দিনব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার জিরাবো ঋষিপাড়ার দেওয়ান বাড়ি এলাকায় এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।
এ ব্যাপারে প্রকৌশলী সায়েম জানান, তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে একটি অসাধু চক্র এসব সংযোগ দেয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। এছাড়া বৈধ সংযোগ ব্যবহারকারীদের বকেয়া গ্যাস ভাড়া উত্তোলনের জন্য বুথ বসানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ তিতাসের কর্মচারীরা।
অভিযানে আশুলিয়া থানা পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন। ৪০ জনের একটি দল দিনভর এ অভিযান চালায়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ০২ মার্চ, ২০২২
এসএফ/জেডএ