ঢাকা: প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
বুধবার (২ মার্চ) এক শোকবার্তায় তিনি মহুমরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।
বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মরদেহ তার কারখানার নেওয়া হয়। সেখানে তার নামাজের জানাজা শেষে তাকে সীতাকুণ্ডে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এএটি