নড়াইল: নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আরিফুর রহমান ভূঁইয়া নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামির উপস্থিতিতে বুধবার (০২ মার্চ) দুপরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আরিফুর নারায়ণগঞ্জ জেলার রূপসী থানার বাগবাড়ি গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ০৩ আগস্ট মধুমতির কালনা ঘাট লোহাগড়া থানার চরকালনা বটতলায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৭৫৮০ নম্বর) তল্লাশি করা হয়। গাড়িটি থেকে ১৩ কেজি ২০০ গ্রাম তরল ফেনসিডিল জব্দসহ আরিফুরকে আটক করা হয়।
এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে লোহাগড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪/২০১২।
মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসআরএস