নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকচাপায় মেহেদী হাসান (৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ মার্চ) দুপুরের দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খালেকের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী একই ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
বীজবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল বাংলানিউজকে জানান, মাদরাসা ছুটির পর কোচিং সেন্টারে যাচ্ছিল মেহেদী। পথে খালেকের টেক এলাকায় ইটবাহী একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসআরএস