সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অজ্ঞাত যানবাহনের চাপায় এক পথচারী (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ সকাল ১০টার দিকে সয়দাবাদ এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত এক পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
আরএ