ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে মিশরের অব্যাহত সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
রোহিঙ্গা ইস্যুতে মিশরের অব্যাহত সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে মিশরীয় সরকারের অব্যাহত সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি মিশরীয় সরকারকে এ বিষয়ে সহায়তার জন্য তাদের বন্ধুপ্রতীম দেশগুলোকে রাজি করাতেও অনুরোধ জানান।

 

শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মিশর সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী হামদি লুজার সঙ্গে বৈঠক করেন।  

বৈঠকে মিশরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার উল্লেখ করে উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেন, উভয় পক্ষের উচিত উপযুক্ত কর্মসূচি গ্রহণের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করা।

বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তাসহ কৃষি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই ব্যবসায়িক প্রতিনিধিদল এবং চেম্বার কর্মকর্তাদের বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। কায়রোতে চলতি বছর নভেম্বরে কপ-২৭ য়ে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ মিশরকে আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।