ঢাকা: ইউক্রেনে রাশিয়ার হামলায় এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও যুক্তরাজ্যের হাইকমিশন।
শুক্রবার (৪ মার্চ) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ শোক প্রকাশ করে।
শোক বার্তায় উল্লেখ করা হয়, ইউক্রেনে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। যুদ্ধের এই নির্বোধ ট্রাজেডিতে আমরা বাংলাদেশি জনগণের সঙ্গে গভীরভাবে শোকাহত।
এদিকে, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬, মার্চ ৪, ২০২২
টিআর/জেডএ