দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে পাল্লা দিয়ে দু’টি ট্রাক ওভারটেক করার সময় মধ্যখানে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আজিজুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেলআরোহী। এতে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঘোড়াঘাট রেলঘুনটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলামের বাড়ি উপজেলার জোয়াল কামড়া এলাকায়।
দুর্ঘটনায় আহতরা হলেন- একই এলাকার হায়দার আলী (৪৫) এবং আব্দুল কাফির ছেলে আলমগীর হোসেন (৪০)। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দুই ট্রাকের মাঝে মোটরসাইকেল, আহত তিন আরোহী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুট্টা বোঝাই দু’টি ট্রাক গোবিন্দগঞ্জ থেকে বিরামপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে রেলঘুনটি এলাকায় এলে একটি ট্রাক অপরটি ওভারটেক করার সময় দুই ট্রাকের মধ্যে একটি মোটরসাইকেল চাপা পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত হন। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আজিজুল ইসলাম।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলে, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
এসআই