খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে ট্রাক চাপায় ধনমনি চাকমা (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সাজেক মাচালং সড়কের আট মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (০৪ মার্চ) সকালে সাজেক থেকে আসা সড়কের কাজে নিয়োজিত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, নিহত ধনমনি চাকমা সাজের ৬ নম্বর ওয়ার্ডের ব্রিজ পাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
গত এক সপ্তাহে সাজেকে ছোট বড় ৪টি দুর্ঘটনা ঘটেছে। ঘটে এতে প্রায় ২০ জন পর্যটক আহত হন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
এডি/কেএআর