ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ জেলহাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ জেলহাজতে

রংপুর: রংপুরের কাউনিয়ায় বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাতের মামলায় সাজু মিয়া (২৭) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (৪ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ।

গ্রেফতার সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার বাজেমজকুর এলাকার গ্রাম পুলিশ সাজু মিয়া গত বছর একই এলাকার তালিকাভুক্ত বৃদ্ধা মমেনা বেগমের বয়স্ক ভাতার তিন হাজার টাকা কৌশলে নিজে (মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে) নিয়ে নেন। পরে ওই বৃদ্ধা বিষয়টি জানতে পেরে সাজুর কাছে টাকা ফেরত চান। কিন্তু গ্রাম পুলিশ সাজু ওই বৃদ্ধার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। দীর্ঘদিন ঘুরেও টাকা উদ্ধার করতে না পেরে অবশেষে বৃহস্পতিবার কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেন মমেনা। পরে অভিযোগটি মামলা আকারে নিয়ে রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বাংলানিউজকে বলেন, বৃদ্ধার করা মামলায় অভিযুক্ত গ্রাম পুলিশকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।