কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল ৩টা থেকে যানজট কমে আসে।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত ও শুক্রবার সকালে মহাসড়কের কুমিল্লা অংশে তিনটি দুর্ঘটনা ঘটে। অসময়ে এমন একাধিক দুর্ঘটনার কারণে তা সামাল দিতে হিমশিম খায় হাইওয়ে পুলিশ।
এদিকে, বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও লরির আধিক্য থাকে। যার কারণে মহাসড়কে গাড়ির জটলা সৃষ্টি হয়। এতে মহাসড়কের বুড়িচংয়ের কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ থেকে দাউদকান্দির জিংলাতলি পর্যন্ত প্রায় ৪০কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যে কারণে ভোগান্তিতে পড়েন মানুষ।
মহাসড়ক ফোরলেনে উন্নীত হওয়ার পর এমন যানজটের ঘটনা এই প্রথম।
***ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
জেডএ