ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ফাইল ফটো

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল ৩টা থেকে যানজট কমে আসে।

এ সময় থেমে থেমে যানজট ছিল। তবে বিকেল ৪টার পর তা পুরোপুরি স্বাভাবিক হয়।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত ও শুক্রবার সকালে মহাসড়কের কুমিল্লা অংশে তিনটি দুর্ঘটনা ঘটে। অসময়ে এমন একাধিক দুর্ঘটনার কারণে তা সামাল দিতে হিমশিম খায় হাইওয়ে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও লরির আধিক্য থাকে। যার কারণে মহাসড়কে গাড়ির জটলা সৃষ্টি হয়। এতে মহাসড়কের বুড়িচংয়ের কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ থেকে দাউদকান্দির জিংলাতলি পর্যন্ত প্রায় ৪০কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যে কারণে ভোগান্তিতে পড়েন মানুষ।

মহাসড়ক ফোরলেনে উন্নীত হওয়ার পর এমন যানজটের ঘটনা এই প্রথম।

***ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।