বরিশাল: ‘বাঙালির ঐতিহ্য পিঠা পার্বন’ এ স্লোগানে বরিশালে পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে।
বরিশাল নগরের বান্দরোডস্থ শিল্পকলা একাডেমি চত্বরে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ পিঠা উৎসবের আয়োজন করে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ।
শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় যোগ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেন, মহামারি করোনায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়নি, স্থবির হয়ে পড়েছিল। এখন করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। এখন আমরাও আশাবাদী। সংক্রমণের হার কমায় আবার সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। পিঠা উৎসবের যে লোকজ ঐতিহ্য সেটি আমরা সারাদেশে আবার ফিরিয়ে আনতে চাই। এ উৎসব পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে আয়োজন করা হবে।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশাল বিভাগের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন ম হামিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাদারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের বরিশাল বিভাগের সদস্য সচিব বাসু দেব ঘোষ, অধ্যাপিকা শাহ সাজেদা প্রমুখ।
জাতীয় পিঠা উৎসব বরিশাল বিভাগের এ আয়োজনে এবারে মোট ২৪টি স্টলে পিঠা প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে পিঠা উৎসব।
উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, নকশী পিঠা, পাকান, রসালো রোল, সবজি পুলি, পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, নারিকেল পুলিসহ বিভিন্ন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এমএস/আরবি