কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে সাত কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা রেলওয়ে পুলিশ।
শুক্রবার (০৪ মার্চ) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- তৌহিদ হোসেন, মরিয়ম বেগম ও ডলি আক্তার।
জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার (৪ মার্চ) দুপুরের দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা রেলওয়ে পুলিশ। এ সময় মাদকবিক্রেতা তৌহিদ, মরিয়ম ও ডলিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় থাকা সাত কেজি গাঁজা পাওয়া যায়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস বাংলানিউজকে জানান, আটক ওই তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআরএস