ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নদীতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
সিরাজগঞ্জে নদীতে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইছামতী নদীর পানিতে ডুবে মো. জোনায়েদ আহমেদ নাহিদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের আকবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু নাহিদ ওই গ্রামের মো. ফারুক আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে ইছামতী নদীতে বাঁশের সাঁকোর ওপর খেলা করছিল নাহিদ। বেশ কিছুক্ষণ সাঁকোর ওপর অন্য শিশুদের দেখলেও নাহিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় নদীটি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নাহিদের চাচা সুমন আহমেদ বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।