সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইছামতী নদীর পানিতে ডুবে মো. জোনায়েদ আহমেদ নাহিদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের আকবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে ইছামতী নদীতে বাঁশের সাঁকোর ওপর খেলা করছিল নাহিদ। বেশ কিছুক্ষণ সাঁকোর ওপর অন্য শিশুদের দেখলেও নাহিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় নদীটি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নাহিদের চাচা সুমন আহমেদ বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআরএস