সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবন এলাকার নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।
শুক্রবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই জেলে হলেন, বাগেরহাট জেলার মোংলা থানার চাঁদপাই গ্রামের জুলফিকার আলী ও মিরাজ হোসেন।
বনবিভাগ জানায়, স্মার্ট পেট্রোল টিমের দলপতি ও মুন্সিগঞ্জ স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দুই লিটার বিষ, একটি ট্রলার, জাল ও ১শ’ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ দুই জেলেকে আটক করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ.হাসান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
জেডএ