ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় পুলিশ কর্মকর্তার মৃত্যু মো. মোকাদ্দেস হোসেন

কুমিল্লা: হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকাদ্দেস হোসেনের (৪৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে ৫টার দিকে তার মৃত্যু হয়।

মোকাদ্দেসের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার বিজুলিয়া গ্রামে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে মুরাদনগর থানা ব্যারাকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন মোকাদ্দেস। পরে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর বিকেলের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে রাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, মোকাদ্দেস হোসেনের গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।