পিরোজপুর: পিরোজপুরে ট্রাকচাপায় মিয়া মো. ফারুক (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (০৪ মার্চ) রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, হতাহতরা সবাই একই ইজিবাইকে ছিলেন। আহতরা হলেন- সদর উপজেলার হোরেরহাওলা গ্রামের সোবাহান খানের ছেলে নুরুজ্জামান খান (৪০), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার খালেক সরদারের ছেলে হামিদ সরদার (৪৫), নরখালী এলাকার মোকসেদ আলীর ছেলে নুরুল আমিন (৪৫), জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কিবরিয়া হাওলাদার (২৮), জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের ভুবন রায়ের ছেলে জগদিশ রায় (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পিরোজপুরগামী মালবাহী একটি ট্রাক কালিবাড়ি এলাকায় এসে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থালেই মারা যান। বাকি পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, হাসপাতালে নিয়ে আসা ছয়জনের মধ্যে একজনকে মৃত্যু পাওয়া যায়। বাকি পাঁচজনের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফারুক।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
আরএ