ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
বাঘাইছড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাকের ধাক্কায় ধনমণি চাকমা (৩০) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (০৪মার্চ) সকালে উপজেলার সাজেক-মাচালং সড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধনমণি চাকমা সাজেক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্রীজপাড়া এলাকার শান্তিরঞ্জন চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধনমণি চাকমা উপজেলার সাজেক ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরে ফিরছিলেন। পথে সাজেক-মাচালং সড়কের আটমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলে ধনমণি চাকমা মারা যান।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।