ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
কালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নড়াইল: নড়াইলের কালিয়ায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. রমিম শেখ (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই সহপাঠী।

শুক্ররার (৪ মার্চ) রাতে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে ঘটেছে ওই দুর্ঘটনা।

রমিম উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে ও ফুলদাহ আলিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমিম শুক্রবার রাতে তার বাবার মোটরসাইকেলে চড়ে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা ওই সড়কের রঘুনাথপুরে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে রমিম ও তার দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি(১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭) আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।       

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।