ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় ইমন মুন্সি (১৬) নামে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার কোনাগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমন ওই এলাকার মৃত কবির মুন্সির ছেলে। সে পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ইমন মুন্সির পরিবারের সদস্যরা আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে ইমন মুন্সি একাই ছিল। বিকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস অবস্থায় ইমনকে দেখতে পায়। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
এ বিষয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএইচআর