ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৪ মার্চ) সকাল ছয়টা থেকে শনিবার (৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮১৬ পিস ইয়াবা, ৩৭ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ৪৫ কেজি ৪৬৬ গ্রাম গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএমআই/জেডএ