নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
শুক্রবার (৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
আটকরা হলেন- চাঁদপুরের মতলবের মজলিসপুর এলাকার রুস্তম আলী সিকদারের ছেলে মো. সজিব হোসেন (২৪) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের পবনকুল এলাকার মৃত ইব্রাহীমের ছেলে মো. মোমেন (৪৫)।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৪ মার্চ) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় একটি প্রাইভেটকার থেকে ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। মাদক পরিবহনের গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দু’জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমআরপি/এসআরএস