ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে পিকআপ ভ্যানচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
কালীগঞ্জে পিকআপ ভ্যানচাপায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানচাপায় আইয়ুব আলী (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার দুলালমুন্দিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব আলী উপজেলার খামারমুন্দিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি দর্জির কাজ করতেন।

এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ি থেকে নাস্তা করার জন্য দুলালমুন্দিয়া বাজারে আসেন আইয়ুব আলী। এ সময় ঝিনাইদহ-যশোর মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মতলেবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।