সাভার (ঢাকা): সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং লিডারসহ ওই গ্রুপের সদস্যরা। আহত দুই কিশোর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে ভুক্তভোগী এক কিশোরের পরিবার সাভার মডেল থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।
এর আগে, শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভারের নামাবাজার এলাকার বাজার রোডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাভার পৌরসভার সবুজবাগের বিনোদ বাইদ এলাকার খোকনের ছেলে ইয়াসিন (১৬)। অন্যজন হলেন সাব্বির (১৫)।
জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে নামাবাজারের একটি মাঠে আগুন ধরিয়ে দেয় কিশোর গ্যাং লিডার নাইম ও তার সহযোগীরা। সাব্বির ও ইয়াসিন আগুন জ্বালাতে নিষেধ করে। কারণ কিছু দিন আগে ওই মাঠে আগুন লেগে ৪ থেকে ৫ টি দোকান পুড়ে যায়। পরে রাতে বাড়ি ফেরার সময় কিশোর গ্যাং লিডার নাইমের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাব্বির ও ইয়াসিনকে কুপিয়ে জখম করা হয়। এদের মধ্যে ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, আহত এক কিশোরের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০৫ মার্চ, ২০২২
এসএফ/জেডএ