ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় ট্রলিচাপায় অটোভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
ভাণ্ডারিয়ায় ট্রলিচাপায় অটোভ্যানচালক নিহত

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় মো. দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে ব্যাটারিচালিত অটোভ্যানচালক নিহত হয়েছেন।  

শনিবার (৫ মার্চ) সকালে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত দেলোয়ার ওই উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত্যু রুস্তম আলী সরদারের ছেলে।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় সোহরাব হোসেন সরদার জানান, সকালের দিকে ইটবাহী একটি ট্রলি উপজেলার গাজীপুর থেকে পৌরসভা শহরের দিকে যাচ্ছিল। পথে ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ারকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। তবে তাকে আটকের চেষ্টা
চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।