ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় হরিণের মাংস-চামড়াসহ শিকারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
খুলনায় হরিণের মাংস-চামড়াসহ শিকারি আটক খুলনায় হরিণের মাংস-চামড়াসহ শিকারী আটক

খুলনা: খুলনায় কোস্টগার্ড সদস্যরা হরিণের চামড়া ও মাংসসহ মো. ফারুক হোসেন (৩৫) নামে এক শিকারিকে আটক করেছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে কোস্টগার্ডের জোনাল কমান্ডার লে. এম মামুনুর রহমান এ তথ্য জানান।

আটক ফারুক হোসেন দাকোপের নলিয়ানের মৃত কাওছার গাজীর ছেলে।

কমান্ডার মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি হরিণের মাথা, চামড়া, পা ও ২১ কেজি মাংসসহ একজন শিকারিকে আটক করে।

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটক শিকারিকে কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।