ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (০৫ মার্চ) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- মো. কবির হোসেন (১৯), মো. আছোর আলী (২৩), আহাদুজ্জামান মিরাজ (২৮) ও মনির হোসেন (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ১০১ বোতল বিদেশী মদ ও ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি জানান, শুক্রবার (০৫ মার্চ) দিনগত গভীর রাতে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কবির হোসেন ও আছোর আলীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
অপরদিকে, শনিবার ভোরে যাত্রাবাড়ী থানাধীন শহিদ ফারুক সড়ক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ১০১ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আহাদুজ্জামান মিরাজ ও মনির হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ফোন ও নগদ- ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়- বেশ কিছুদিন ধরেই তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
আটকদের নামে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এসজেএ/এনএইচআর