ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ জসিম সরকার নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
শুক্রবার (৪ মার্চ) দিনগত রাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর জোনাল টিম।
ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম জানান, রায়েরবাগ এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পিকআপ ভ্যান রেখে পালানোর সময় জসিমকে গ্রেফতার করা হয়।
পরে জসিমের দেওয়া মতে পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে ফিটিং করা ক্যাবিন ও ডালার মধ্য থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার জসিমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
পিএম/কেএআর