ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে বহুতল ভবনে ফাটল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
মতিঝিলে বহুতল ভবনে ফাটল পিলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মতিঝিলে মডার্ন ম্যানশন নামে ১৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

রোববার (৬ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল-ফারূক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিলে ১৫তলা একটি ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ (জোন-১ ঢাকা সদর) ঘটনাস্থল থেকে জানান, ১৫ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি ব্যাংক অবস্থিত। ব্যাংকের ভেতরে তৃতীয় তলার একটি পিলার ও দ্বিতীয় তলার দু’টি পিলারের টাইলস ভেঙে রড বেরিয়ে গেছে। আমরা ভবনটির সামনে সিনটেপ দিয়ে কটন করে দিয়েছি। হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে যে ভবনটি ঝুঁকিপূর্ণ, কেউ যেন বাইরে থেকে ভেতরে প্রবেশ না করে। বাকিটা অন্যান্য ডিপার্টমেন্টের কর্তৃপক্ষরা দেখবে, কতটা ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এজেডএস/এমজেএফ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।