ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে যুবকের হাত কেটে দিল প্রতিপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
রাজবাড়ীতে যুবকের হাত কেটে দিল প্রতিপক্ষ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের হাত কেটে বিছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ।

রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন এলাকায় স্থানীয় রাজধানী আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ দৌলতদিয়া শামসু মাস্টার পাড়া গ্রামের বাবু শেখের ছেলে।

রিয়াজের অভিযোগ, তুচ্ছ ঘটনার জেরে রিয়াজের হাত ধারালো অস্ত্রের আঘাতে কেটে বিছিন্ন করেছে একই এলাকার হাসেমের ছেলে হুমাই হোসেন।

দৌলতদিয়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফকীর আব্দুল জলিল বলেন, সন্ধ্যার পরপরই রেলস্টেশন এলাকায় চিৎকার শুনতে পাই। পরে দেখা যায় রিয়াজ নামে এক যুবকের হাত ছুরির আঘাতে বিছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেসময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।