ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই নারী মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই নারী মারা গেছেন

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া আলো রিভেরু (৪০) মারা গেছেন।  

রোববার (৬ মার্চ) কয়েকটি হাসপাতাল ঘুরে তাকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট ও বাগিচার মধ্যবর্তী রেললাইনে ট্রেনে কাটা পড়েন ওই নারী। এতে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতাল, সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও সবশেষ আবার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলোর দূরসম্পর্কের ভাবি সুরভী রোজারিও জানান, মানসিক সমস্যা ছিল আলোর। এক মেয়ে ও স্বামী আবু লাইসকে নিয়ে থাকতেন তেজগাঁও মনিপুরী পাড়ার প্রান্তিক গলিতে। তার বাড়ি পাবনা জেলায়।

আরও পড়ুন...
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর পা বিচ্ছিন্ন

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।