ঢাকা: রাজধানীর ওয়ারী রথখোলা এলাকার একটি বাসায় আগুন লেগে শাশুড়ি, পুত্রবধূ ও নাতনি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাবপুর রোড, লালচান মুকির লেনের ৯ নম্বর বাড়ির দোতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কানিজ ফাতেমা (৩৫), তার মেয়ে আয়েশা আক্তার (৬) ও শাশুড়ি আছিয়া বেগম (৭০)।
তাদের হাসপাতালে নিয়েছেন ফাতেমার বড় বোন শিউলি আক্তার। তিনি জানান, নিজেদের বাড়িটির দ্বিতীয় তলায় তারা থাকেন। সন্ধ্যার পর ফাতেমা রান্নাঘরে চা বানাতে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই ঘরের মধ্যে আগুন জ্বলে ওঠে। এতে ঘরের ভেতরে থাকা তারা তিনজনই দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাদের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেন।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের তিনজনের শরীরে সামান্য দগ্ধ হয়েছে। আছিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দু'জনকে ভর্তি রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
এজেডএস/এসআই