ঢাকা: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দেওয়া একটি বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর ভি মানতিৎস্কি। তিনি সেই বক্তব্যের ব্যাখ্যাও চেয়েছেন।
সিইসি গত ২৮ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রাজনৈতিক দলগুলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো মাঠে থাকার আহ্বান জানান। আর এ কারণেই আপত্তি রাশিয়ার রাষ্ট্রদূতের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে সিইসির ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান রাশিয়ার রাষ্ট্রদূত।
তবে রাশিয়ার রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে জানাননি বলে মন্ত্রণালয় থেকেও তাকে এ বিষয়ে জবাব দেওয়া হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। সে কারণে সিইসির জেলেনেস্কির উদাহরণ টানায় অসন্তোষ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
টি আর/এসআই