ঢাকা: রাজধানীর রামপুরা বউ বাজারে ভাঙারির দোকানে আগুনে পাঁচ জন দগ্ধের ঘটনায় হেলাল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, হেলালের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ বাকি চার জন চিকিৎসাধীন রয়েছেন।
ভাঙারি দোকানের মালিকের ছেলে মো. রাসেল জানান, হেলালের বাড়ি কুষ্টিয়া জেলায়। লেবার হিসেবে তাদের দোকানে কাজ করতো।
গত ২ মার্চ দিনগত রাত পৌনে ২টার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অন্য দগ্ধরা হলেন দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপ ভ্যানে ভাঙারি মালামাল তুলছিল। তখন সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালিক ও চার শ্রমিক দগ্ধ হন। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, ওইদিন রাত ১টা ৪২ মিনিটে বউ বাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙারির টিনসেড দোকানে আগুন লাগে। সে আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
চিকিৎসক আইউব হোসেন আরও জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
*** রামপুরা বউ বাজারে অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
এজেডএস/কেএআর