ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ক্রিকেটারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ক্রিকেটারের হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ক্রিকেটারের।

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন জন্টু (৪০) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। জন্টু জাতীয় ক্রিকেট একাদশের সাবেক পেসার নাজমুল হোসনের বড় ভাই ও প্রয়াত ফুটবলার মোক্তার হোসনের ছেলে।

রোববার (৬ মার্চ) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন ক্রিকেটার জন্টু। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তার মরদেহটি বাড়িতে নেওয়া হয়েছে।

জন্টুর চাচাতো ভাই সাখাওয়াত হোসেন টিটু বাংলানিউজকে বলেন, জন্টু ছাদের দ্বিতীয় তলায় আগাছা পরিষ্কারের সময় পল্লী বিদ্যুতের লাইন স্পর্শ করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম ও সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান বাংলানিউজকে জানান, জন্টু অলরাউন্ডার হিসেবে জেলা ক্রিকেট দলে খেলতেন। বয়সভিত্তিক জেলা দলে কোচের দায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।