ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় সরকারি আটটি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আব্দুর সাত্তার নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিরুদ্ধে।  

উপজেলার নায়েকপুর ইউনিয়নের মোয়াটী গ্রামে শনিবার (৫ মার্চ) এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুস সাত্তার মোয়াটি গ্রামের বাসিন্দা।

গাছ কাটার খবর পেয়ে সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যাওয়ার আগেই গাছগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়।  

স্থানীয় লোকজন ও ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, কাইটাইল-ধানকুনিয়া সড়কে নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের পাশের আটটি মেহগনি গাছ ছিল। ওই গাছগুলো আব্দুস ছাত্তারের জমির পাশে থাকায় তিনি নিজেই কেটে বিক্রি করে দেন। এ খবর জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনুর রহমান সোমবার দুপুরে ঘটনাস্থলে যান। কিন্তু এর আগেই গাছগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, গাছ কাটার পর গোড়ার অংশ মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।  

অভিযুক্ত আব্দুস সাত্তার ছাতু (মাস্টার) জানান, আমার জমির পাশে গাছগুলো থাকায় কেটেছি। এখন বিষয়টি নিয়ে একটু ঝামেলা হচ্ছে।   

নায়েকপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওয়ারেছ উদ্দিন বলেন, মোয়াটি গ্রামের আব্দুস সাত্তার ছাতু (মাস্টার) রাস্তার পাশে থাকা সরকারি আটটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছেন। গাছগুলোর বাজার মূল্য আনুমানিক ২৫/৩০ হাজার টাকা হবে। আমরা গিয়েছিলাম কাটা গাছগুলো উদ্ধার করতে। বিষয়টি আড়াল করতে গাছের গোড়ার অংশ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে জানতে চাইলে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনুর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ইউএনও স্যারের সাথে কথা বলেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তারা সার্ভে করে রিপোর্ট দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।