ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুহিতের জন্য দোয়া চাইলেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
মুহিতের জন্য দোয়া চাইলেন ড. মোমেন

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জন্য দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৭ মার্চ) ফেসবুকে তিনি দোয়া চান।

ফেসবুকে ড. মোমেন বলেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে-বিদেশে সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। ’

এর আগে রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মোমেন জানিয়েছিলেন, আবুল মাল আব্দুল মুহিত এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়া-দাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়া-দাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে শনিবার (৫ মার্চ) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।