নারায়ণগঞ্জ: রত্নগর্ভা মা মরহুমা নাগিনা জোহার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান।
সোমবার (০৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে দোয়া করেন তিনি।
এর আগে মাসদাইর কবরস্থান মসজিদে শামীম ওসমানের মায়ের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া করা হয়। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান শামীম ওসমান।
২০১৬ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেন রত্নগর্ভা নাগিনা জোহা। তিনি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম এ কে এম শামসুজ্জোহার সহধর্মিনী, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের মা।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এমআরপি/আরআইএস