ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৬ লাখ টাকার গাজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
যাত্রাবাড়ীতে ৬ লাখ টাকার গাজাসহ আটক ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ শাকিল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৭ মার্চ) সকালে রাজধানীর  যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১০।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭৫০ টাকা জব্দ করা হয়।

বিকালে র‍্যাব-১০ এর পরিচালক মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে দিকে র‌্যাব ১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আসামির বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।