ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আবদুর রশিদ (৬৭) নামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসক নিহত হয়েছেন।
তিনি ঈশ্বরগঞ্জ শহরের থানা রোডের বাসিন্দা ও সেলিনা কমপ্লেক্সের মালিক।
সোমবার (৭ মার্চ) বিকেলে পৌর এলাকার চরহোসেনপুর নামক স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে আব্দুর রশিদ মোটরসাইকেলে করে শহরের চরহোসেনপুর এলাকার মার্কাজ মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে তার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
এসআই