ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমিকের ডাকে বাইরে গিয়ে গণধর্ষণের শিকার, অভিযোগ তরুণীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
প্রেমিকের ডাকে বাইরে গিয়ে গণধর্ষণের শিকার, অভিযোগ তরুণীর

ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে চার বন্ধুসহ এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর  বয়স (১৯)।

সোমবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে শারীরিক অসুস্থ ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে তাকে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় এক নারী জানান, সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অসুস্থ অবস্থায় পড়েছিল ওই কিশোরী। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। উঠে দাঁড়াতেও পারছিল না। তখন সে সাহায্য চাইলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী ওই কিশোরী হাসপাতালে পুলিশের কাছে অভিযোগ করে জানান, এক যুবকের সাথে দীর্ঘ এক বছর তিন মাস ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। দূরসম্পর্কের চাচাতো ভাই হয় তার। দুজনই থাকে যাত্রাবাড়ীতে পাশাপাশি এলাকায়। দুজনে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তিন দিন আগে তারা বিয়ে করবে বলে বাসা থেকে চলে আসেন। এই তিনদিন বিভিন্ন জায়গায় ছিল। সব শেষ আজ বেলা তিনটার দিকে ওই কিশোরীকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কোন বাসায় নিয়ে যায়।

পুলিশের কাছে আরো অভিযোগ করেন, সেখানে গিয়ে দেখেন, রুমটিতে আরো তিন যুবক। তখন তার প্রেমিক তামজিদ জানায়, তারা বিয়ের সাক্ষী হবে এজন্য এসেছে। এরপর তাকে হোটেলে আটকে তারা চারজন মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে তাকে ভয়-ভীতি দেখায় ধর্ষণের কথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে এবং পূর্বের নগ্ন ছবি ছড়িয়ে দেবে। ওই মেয়ে ঘটনাটি কাউকে জানাবে না বলে তাদের আশ্বস্ত করলেন তখন তাকে সেখান থেকে চলে আসতে দেয়। পরে বাইরে এসে সে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে দেখে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, রাতে ভুক্তভোগী কিশোরীকে দুই পথচারী নারী হাসপাতালে নিয়ে গেছেন। তাকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

এদিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, গণধর্ষণের একটি সংবাদ হাসপাতাল থেকে পেয়েছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।