ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
খুলনায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনায় সু‌খেন্দ্র নাথ সরদার না‌মের এক যুবককে কু‌পি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে।

সোমবার (৭ মার্চ) রাতে দিকে পাইকগাছা উপ‌জেলার খ‌ড়িয়া ভ‌ড়েঙ্গার চ‌কে এ ঘটনা ঘ‌টে‌ছে।

নিহত সুখেন্দ্র মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে।

স্থানীরা জানান, সুখেন্দ্র খ‌ড়িয়া ভ‌ড়েঙ্গার চ‌ক এলাকায় নিজ মাছের ঘেরে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে ঘেরের পা‌নি‌তে ফে‌লে দেয়। পানিতে ভারি কিছু ফেলার শব্দ ও কোপানোর সময় সুখেন্দ্রর গোঙানির শব্দে আশপাশের এলাকার লোকজন ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, সুখেন্দ্র মাছ ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।