হবিগঞ্জ: মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জ সদর মডেল থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টায় জেলা পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শুভ্র চন্দ্র দাশ, কনস্টেবল জসিম উদ্দিন ও ড্রাইভার আশিক নূর। সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি তাদেরকে সাময়িক বরখাস্ত করেন বলে সূত্রটি জানায়।
জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছেন পুলিশ সুপার। এ বিষয়ে এর বেশি তথ্য তাদের কাছে নেই।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, তিন জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত অফিস আদেশের কপি আমার হাতে এসে পৌঁছয়নি।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এনএইচআর