ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর পুকুরে নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
রাজধানীর পুকুরে নারীর মরদেহ

ঢাকা: রাজধানীর সবুজবাগের রাজারবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালি মন্দিরের পুকুর থেকে শ্রীমতি গেন্দী বালা (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

এর আগে সোমবার রাতে সবুজবাগ থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিনা আউয়াল জানান, খবর পেয়ে গতকাল রাতে মন্দিরের পুকুরের পানিতে ভাসতে থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই নারী ভবঘুরে। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। সিআইডির ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করে। ওই নারীর বাবার নাম চন্দ্র মোহন। বাড়ি লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা গ্রামে।

এছাড়া ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।